'BDPoultry.com / বিডি পোল্ট্রি .কম' ব্যবহার শর্তাবলী:
পোল্ট্রির ‘গড় ওজন’ প্রতিদিন একটি নিদির্ষ্ট সময় মাপুন এবং গুগল শিটে নিয়মিত সঠিক তথ্য (লেখা বাংলায়: ক,খ,গ,ঘ... কিন্তু সংখ্যা 0,1, 2, 3,, 4... ইংরেজিতে লিখুন) প্রদান করুন।
‘মৃত মুরগির সংখ্যা’ গুগল শিটে সঠিক তথ্য দিন; ফলে, আপনার খামার ভাইরাস আক্রান্ত হলে, আমরা আপনার আশে-পাশের অন্য খামারীদের সতর্কত করতে পারবো।
‘আগে আসলে, আগে পাবেন’ এর ভিত্তিতে আমাদের ‘ডাটা-এনালাইসিস এবং চার্ট - বিজ্ঞাপন’ সেবা প্রদান করা হয়।
‘চালান আইডি’ নম্বরে ক্লিক করলে সময় - গড় ওজন লেখচিত্র প্রদর্শন করবে; যেটি পাইকারি ব্যবসায়ীরা, তাদের প্রয়োজন অনুযাী পোল্ট্রির - সাইজ দেখে, খামারীর সাথে যোগাযোগ করে ক্রয় করতে পারবেন।
‘খামারীর নামে’ শুধুমাত্র উক্ত খামারী ক্লিক করলে, তিনি তার নিজ ‘সময় - গড় ওজন গুগল শিটে’ প্রবেশ করতে পারবেন (অন্য কেউ পারবেন না) এবং নিয়মিত আপডেট করতে পারবেন।
কোন খামারীর বিরুদ্ধে বার বার অভিযোগ বা উপযুক্ত প্রমান সাপেক্ষে অভিযোগ থাকলে, খামারীর রেটিং কম হতে পারে বা কর্তপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গন্য হবে।
‘ঠিকানায়’ যে কেউ ক্লিক করলে, খামার যেখানে অবস্থিত সেখানে গুগল ম্যাপের মাধ্যমে প্রবেশ করা যাবে (খামারী রেঃজিঃ করার সময় খামারের গুগল ম্যাপ লিঙ্ক না দিলে এটি কার্যকর হবে না) প্রয়োজন হলে আমাদের টিউটোরিয়াল /ব্যবহার ভিডিওটি দেখুন, ধন্যবাদ।
আমাদের বাজার-মূল্য চার্টটি, বাংলাদেশ সরকারের dam.gov.bd সাইট থেকে নেওয়া, উক্ত চার্টে আনুমানিক ভ্যালু /মান গ্রাফে দেখানো হয়, কোন খামারী বা ব্যবসায়ী উক্ত চার্ট দেখে কোন ক্ষতির সম্মুখীন হলে, এর জন্য এই 'BD Poultry.com /বিডিপোল্ট্রি .কম' প্লাটফরম কোন-রকম ক্ষতিপূরণ দিতে বাধ্য নয়। পোল্ট্রি পাইকারী বা খুচরা মূল্য অনেক কিছুর উপর নির্ভর করে, খামারী বা ব্যবসায়ী নিজস্ব বুদ্ধি বা কৌশল ব্যবহার করে বিক্রয় করাই শ্রেয়, ধন্যবাদ।
আমাদের পরিচয় ব্যবহার করে, কেউ ফোন কল বা ভিন্ন ভাবে প্রতারিত করতে পারে, এই বিষয়ে সতকর্ত হন। আপনার কষ্টের মূল্যবান পোল্ট্রি-সম্পদ বিক্রয়ের দায়িত্ব সম্পূর্ণ আপনার, নিজেকে প্রতারিত হতে দিবেন না, সচেতন হন।
আমাদের কোন ক্লায়েন্টের (খামারী /ব্যবসায়ী) তথ্য, আমরা অন্য কোন পক্ষের সাথে শেয়ার (ব্যাংক সিস্টেমের মত) করি না, ধন্যবাদ।
বি:দ্র: সততাই সর্বোৎকৃষ্ট পন্থা, কোন ব্যবসায়ী /খামারীর কার্যক্রম সম্পূর্ণ উক্ত - ব্যক্তির উপর নির্ভর করবে, অর্থাৎ কোন ক্ষয়-ক্ষতি হলে এই 'BD Poultry.com /বিডিপোল্ট্রি .কম' প্লাটফরম কোন-রকম ক্ষতিপূরণ দিতে বাধ্য নয়, শুধুমাত্র ডাটা এনালাইসিস / চার্ট - বিজ্ঞাপন / এড এর ভিত্তিতে আমাদের সেবাগুলো দেওয়া হয়, ধন্যবাদ।