A. রেজিস্ট্রেশন: পোল্ট্রি খামারী (ফ্রী) | যিনি পোল্ট্রি লালন-পালন করার দায়িত্বে /কেয়ারটেকার /মালিক শুধুমাত্র তিনিই পোল্ট্রি খামারী হিসেবে বিবেচিত হবে।
B. রেজিস্ট্রেশন: পোল্ট্রি ব্যবসায়ী (ফ্রী) | যিনি পোল্ট্রি কেনা-বেচার সাথে জড়িত শুধুমাত্র তিনিই পোল্ট্রি-ব্যবসায়ী হিসেবে বিবেচিত হবে; আমাদের সিস্টেমে ব্যবসায়ী হিসেবে রেজিস্ট্রেশন করা থাকলে, আমাদের মাধ্যমে তাহারা সরাসারি পোল্ট্রি-খামারীর কাছ থেকে উপযুক্ত এবং সাশ্রয়ী মূল্যে ক্রয় করতে পারবেন, ধন্যবাদ।
C. রেজিস্ট্রেশন: পরিবর্তন (ফ্রী) | কোন সময় চালান /পোল্ট্রি খামারী /পোল্ট্রি ব্যবসায়ীর তথ্য পরিবর্তন করা লাগতে পারে, প্রয়োজন হলে এটি ব্যবহার করুন, ধন্যবাদ।
1. রেজিস্ট্রেশন: চালান | পোল্ট্রির বাচ্চা-খামারে পালন করা থেকে শুরু করে, বিক্রয় শেষ হওয়া পযর্ন্ত এক চালান। চালান রেঃজিঃ করার সময়সীমা: বাচ্চা পালন শুরু করার এক সপ্তাহ আগে থেকে বিক্রয় করার এক সপ্তাহ আগে পর্যন্ত, এর মধ্যে যে কোন সময় রেঃজিঃ করুন, ধন্যবাদ।
2. ভেরিফিকেশন: চালান | চালান প্রতি বাচ্চা বা পোল্ট্রি প্রতি ১ টাকা মাত্র! বিকাশ ‘সেন্ড মানি’ /রকেট : 01748-277-492 টাকা পাঠানোর করার পর অবশ্যই ভেরিফিকেশন করুন, এটি করার জন্য নিচের /পাশের (2. ভেরিফিকেশন: চালান) সুইচে ক্লিক করুন। ভেরিফিকেশন করার 24 ঘন্টার মধ্যে, আপনার E-mail এ গুগল শিট (আপনার মোবাইল-এর Google Play Store থেকে Google Sheets অ্যাপটি ইনস্টল করে নিন আগে থেকে) যুক্ত একটি লিঙ্ক সেন্ড করা হবে, উক্ত শিটে আপনি প্রতি দিনের তথ্য আপডেট করুন, এভাবে উপজেলা /কাঙ্খিত স্থানে আপনার খামারের পোল্ট্রির গ্রোথ চার্টে-এ তথ্য আপডেট হবে, চালান ভেরিফিকেশন করার সময়সীমা: বাচ্চা পালন শুরু করার (১ - ১০) দিনের মধ্যে, যে কোন সময় ভেঃরিঃ করুন, ধন্যবাদ।
3. চালান শেষ: বিক্রয় শেষ | পেইড সার্ভিস বা ফ্রী সার্ভিস, যে সার্ভিসই খামারীরা ব্যবহার করুক না কেন, খামারীর পোল্ট্রি বিক্রয় শেষ হলে, ‘3. চালান শেষ: বিক্রয় শেষ’ মাধ্যমে আমাদের জানিয়ে দিন, তা না হলে অন্য ব্যাপারীদের কাছ থেকে অপ্রয়োজনীয় ফোন-কল পেতে থাকবেন।